জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর

ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২০: জেন্ডার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্স ২০২০।

রেজিস্ট্রেশন লিংকের জন্য ইনবক্স করুন অথবা মহিলা পরিষদের ওয়েবসাইট দেখুন।বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে এ বছর আগামী ১৭ সেপ্টেম্বর ’২০ থেকে জেন্ডার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সটির ১০ম বারের মত (দশম ব্যাচ) শুরু হতে যাচ্ছে। কোর্সটির সময়কাল সেপ্টেম্বর-নভেম্বর ২০২০।

শিক্ষণ পদ্ধতি : কোর্সটি অনলাইনে অনুষ্ঠিত হবে। শিক্ষণ পদ্ধতি হবে অংশগ্রহণমূলক।

কোর্সের মেয়াদ : কোর্স দুই মাসে (৮ সপ্তাহে) সম্পন্ন হবে এবং ১৬ দিনে মোট ৩২টি ক্লাস হবে।
ক্লাসের সময় : প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিকেল ৪.০০-সন্ধ্যা ৭.০০টা
কোর্স শুরু : ১৭ সেপ্টেম্বর ২০২০
ভর্তি যোগ্যতা : স্নাতক পাস (ন্যুনতম)
কোর্স ফি : ৪০০০ (চার হাজার) টাকা

কোর্সের উদ্দেশ্য :
১. অংশগ্রহণকারীদের জেন্ডার, ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক ধারণা প্রদান।
২. জেন্ডার সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার বিন্যাস ও অংশীদারিত্বের ভূমিকা অনুধাবন ও আলোচনা।
৩. কিভাবে নানাবিধ নিপীড়ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উভয় পর্যায়েই বিরাজমান তার আলোচনা।
৪. জেন্ডারভিত্তিক নিপীড়ন প্রতিহত করা ও বিলোপসাধনের কৌশল সম্পর্কে প্রস্তাবনা দাঁড় করানো।
৫. স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে জেন্ডার, ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে আলোচনা।
৬. তত্ব ও চর্চার সমন্বয়ে বিশ্লেষণাত্মক ও সৃজনশীল চিন্তা ও কাজের উন্মেষ ঘটানো।
৭. নারী অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারায় নারীর অধিকতর সক্রিয় ভূমিকা পালন বিষয়ে আলোকপাত।

পাঠক্রম
১. জেন্ডার পরিচিতি
২. জেন্ডার, ক্ষমতায়ন ও উন্নয়ন
৩. নারীবাদী গবেষণা পদ্ধতি
৪. জেন্ডার এবং মানবাধিকার।
৫. জেন্ডার ও রাজনীতি
৬. জেন্ডার ও অর্থনীতি
৭. জেন্ডার ও পরিবেশ
৮. জেন্ডার ও সংস্কৃতি

কোর্স ফ্যাকাল্টি হিসেবে থাকবেন:
• আয়েশা বানু – অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• সীমা মোসলেম – যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ
• ড. আইনুন নাহার – অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
• ড. ইফতেখারুজ্জামান – নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
• ড. এম. এম. আকাশ – অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
• ড. সায়মা হক বিদিশা – অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• ড. মোস্তফা কামাল মুজেরী – বিশিষ্ট গবেষক ও নির্বাহী পরিচালক, ইনষ্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট।
• ড. নাজনীন আহমেদ – সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)
• শরমিন্দ নীলোর্মি – সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
• ড. শাহদীন মালিক – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
• অ্যাড. হিরন্ময় হালদার শিশির – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
• অ্যাড. জেয়াদ আল মালুম – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
• রেখা সাহা – আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ
• তানিয়া হক – সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• ড. মাহবুবা কানিজ কেয়া – অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
• মোহাম্মদ বিল্লাল হোসেন – অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• শান্তনু মজুমদার – অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• ড. নাসিম আক্তার হোসাইন – অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
• ফাহিমা দূররাত – সহযোগী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• বিশ্বজিত ঘোষ – অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
• ড. কাবেরী গায়েন – অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

ভর্তির জন্য যোগাযোগ করুন :
সীমা মোসলেম
যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ মহিলা পরিষদ
ঠিকানা : ১০/বি/১, সেগুন বাগিচা, ঢাকা-১০০০
ফোন: ০১৯১৪৪৩২৫১৭, ০১৬২৫০১৮৪৫৭ [সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা]
Email : info@mahilaparishad.org, mparishad@gmail.com