সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২০ : সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করেছে।
তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত দৈনিক পত্রিকার নিউজ পোর্টালের মধ্যে ঢাকার ৫৭টি, চট্টগ্রামের ১০টি, রাজশাহীর, খুলনা, বরিশাল ও রংপুরের ৪টি, সিলেটের ৭টি এবং ময়মনসিংহের ২টি রয়েছে।
এসব অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
ঢাকা মহানগরের দৈনিক পত্রিকাগুলোর নিবন্ধন তালিকা:
বাংলা দৈনিক: প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইত্তেফাক, জনকণ্ঠ, মানবজমিন, দেশ রূপান্তর, ভোরের কাগজ, সংবাদ, ইনকিলাব, বণিক বার্তা, সময়ের আলো, বাংলাদেশ জার্নাল, মানবকণ্ঠ, আমাদের অর্থনীতি, আজকালের খবর, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদ, আমার সংবাদ, বাংলাদেশের খবর, দৈনিক ঢাকা টাইমস, আমার সময়, আমাদের নতুন সময়, বাংলাদেশ কণ্ঠ, নয়াদিগন্ত, আলোকিত বাংলাদেশ, ঢাকা প্রতিদিন, যায় যায় দিন, বর্তমান, বাংলাদেশের আলো, খোলা কাগজ, দৈনিক বাংলা, জনতা, গণকণ্ঠ, লাখোকণ্ঠ, জাগরণ, আমার বার্তা, সংবাদ সারাবেলা, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, দিনকাল, জবাবদিহি ও অগ্নিশিখা।
ইংরেজি দৈনিক: ডেইলি স্টার, নিউ এইজ, অবজারভার, এশিয়ান এইজ, বাংলাদেশ টুডে, বাংলাদেশ পোস্ট, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।
বিভাগীয় শহরের দৈনিক পত্রিকার পোর্টালের তালিকা
চট্টগ্রাম: আমাদের চট্টগ্রাম, চট্টগ্রাম প্রতিদিন, আজাদী, পূর্বদেশ, পূর্বকোণ, সুপ্রভাত বাংলাদেশ, পূর্বতারা, নয়াবাংলা, সাঙ্গু ও ডেইলি পিপলস ভিউ।
সিলেট: দৈনিক সিলেটের ডাক, সবুজ সিলেট, শুভ প্রতিদিন, শ্যামল সিলেট, জালালাবাদ, জৈন্তাবার্তা ও কাজিরবাজার।
খুলনা: পূর্বাঞ্চল, সময়ের খবর, প্রবাহ ও প্রবর্তন।
রংপুর: প্রথম খবর, দৈনিক পরিবেশ, দাবানল ও যুগের আলো।
বরিশাল: দৈনিক আজকের বার্তা, শাহনামা, আজকের পরিবর্তন ও কীর্তনখোলা।
রাজশাহী: সোনালী সংবাদ, দৈনিক বার্তা, সোনার দেশ ও সানশাইন।
ময়মনসিংহ: স্বদেশ সংবাদ ও জাহান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D