সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
|| বনানী চৌধুরী সীমা || ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২০ : আমরা সবাই স্বপ্ন দেখি একটি নতুন ভোরের, নতুন দিনের।
আমি একটিভ থাকি, একটিভ আছি। অনেকেই বলেন দুটো বাচ্চা সামলিয়ে, সংসার, নিজের নাচ সবকিছু করে কিভাবে একটিভ থাকি।
সেটা একান্ত আপনার নিজের কাছে। ধরুন আগে আমি ঘুম থেকে উঠতাম ৮ টায় এখন উঠি ৭ টায়, এই ১ ঘন্টা আমি উই তে থাকি, সবকিছু একটা সময় নিয়ে করি। তাই একটিভের সুফল ও পাচ্ছি।
সকালে আমি কাশ ফুলের পোস্ট দিয়েছিলাম, সাদা, স্নিগধ সাজে।
বিশ্বাস করবেন পোস্ট দেখেই একজন উই এর আপু একটা জামদানি কাপল ড্রেস অর্ডার করেছেন।
আর সেই সাথে আমাকে লাখপতি থেকে দেড় লাখপতি বানিয়ে দিয়েছেন। সেটা শুধু উইতেই সম্ভব।
লাখপতি হবার পর সিলেটের Khaidem Sithi মনিপুরী শাড়ি নিয়ে কাজ করছে, সেও একটা কমেন্ট করলো। আসলেই এরকম কমেন্ট আর ভালোবাসা পেলে সামনে এগিয়ে যাবার আনন্দ আরও দ্বিগুন হয়ে যায়।
তাই বার বার কাজের ফাঁকেও উই তেই থাকি। ধৈর্য্য, পরিশ্রম আর একটিভ থাকা এটাই হচ্ছে উই এর সেল কোড।
আমাকে ভুলবেন না, তাই আবার পরিচয় করিয়ে দিতে এলাম আমি বনানী চৌধুরী সীমা, কাজ করছি জামদানি শাড়ি, জামদানি 2 পিস, কাতান শাড়ি, ব্লক, টাঙ্গাইলের তাঁত শাড়ি, মনিপুরী ওড়না, ও হাতের তৈরি গহনা নিয়ে।
আমার সিগনেচার পণ্য বিভিন্ন সাইজের ও ডিজাইনের জামদানি 3পিস ও পাঞ্জাবি।
#
সত্ত্বাধিকারী
বঙ্গজ
bangaj.bd
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D