ক‌রোনায় মু‌ক্তি‌যোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

ক‌রোনায় মু‌ক্তি‌যোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২০: খ্যা‌তিমান মু‌ক্তি‌যোদ্ধা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী করোনাভাইরাস আক্রান্ত হ‌য়ে প্রাণ হারা‌লেন।

সোমবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রীসহ তিনি রেখে গেছেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মু‌ক্তিযুদ্ধ জাদুঘ‌রের কর্মকর্তা র‌ফিক‌ুল ইসলাম। তিনি জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জিয়াউদ্দিন তারিক আলীর প্রতি শ্রদ্ধা নি‌বেদ‌নের জন্য মর‌দেহ বি‌কেল ৪টায় মু‌ক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গ‌ণে রাখা হ‌য়। ‌তি‌নি মরণোত্তর দেহদান করে গেছেন। কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না এ ব্যাপারে চিকিৎসকদের স‌ঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হ‌বে ব‌লে জানা গে‌ছে।
জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তি‌নি সামা‌জিক, সাংস্কৃ‌তিক আন্দোলনের স‌ঙ্গে জ‌ড়িত ছি‌লেন। মু‌ক্তিযু‌দ্ধের প্রামাণ্য চল‌চ্চিত্র মু‌ক্তির গান এ তাঁ‌কে দেখা যায়। স‌ম্মি‌লিত সামা‌জিক আন্দোলনের সভাপ‌তি ছি‌লেন।

ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা বিবৃতিতে আরো বলেন, তাঁর মৃত্যুতে মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য দেশবাসী জিয়াউদ্দিন তারিক আলীকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ও মনে রাখবে। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন তিনি সেই দলের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনি ছিলেন সমন্বয়ক ও এছাড়াও তিনি সামাজিক আন্দোলনের সভাপতি হিসাবে কর্মরত ছিলেন। এই মহান মুক্তিযোদ্ধার মৃত্যু জাতির জন্য বেদনাময় ক্ষতি হলো যা পূরণ হবার নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত জিয়াউদ্দিন তারিক আলী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

বীর মু‌ক্তি‌যোদ্ধা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

তাঁর মৃত্যুতে অারও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।