ট্রেড লাইসেন্স নিয়ে জানি❗

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ট্রেড লাইসেন্স নিয়ে জানি❗

|| স্বস্তিকা এনাসোয়ান বড়ুয়া || চট্টগ্রাম মহানগরী থেকে, ১৩ সেপ্টেম্বর ২০২০ : ☄যেকোনো দেশে ব্যবসা বানিজ্য করতে চাইলে প্রথম যেই শর্ত থাকে তা হল আইনগত বৈধতা। আর ব্যবসায় বৈধতা দেয় ট্রেড লাইসেন্স।

☄ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। ১৯৮৬ সালের মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন বিধিমালা ৪৪(১) বিধি অনুসারে সিটি কর্পোরেশন এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হবে।

☄যে কোন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন। সেটা হোক রাস্তার কোন দোকান বা একশত টাকায় ইনভেস্ট করা তেলের ব্যবসা।

☄এখন বলি ট্রেড লাইসেন্স নিয়ে বেসিক কিছু প্রশ্নোত্তর।

১। ট্রেড লাইসেন্স কিভাবে করবো?
উত্তরঃ
?ট্রেড লাইসেন্স করার জন্য একটা ফর্ম আছে যা পূরণ করে; ওইটার সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে।
?কি কি কাগজপত্র লাগবে সেটা ব্যবসার ধরণের উপর নির্ভর করবে। তবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

২। ট্রেড লাইসেন্স কোথায় গিয়ে করবো?
উত্তরঃ
?১। সিটি কর্পোরেশন।
?২। পৌরসভা।
?৩। ইউনিয়ন পরিষদ
?এই তিন জায়গায় ট্রেড লাইসেন্স করা হয়। যেই জায়গা থেকে ব্যবসা পরিচালনা করবো এবং সেটা যেই অঞ্চলে পড়বে সেইখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

৩। ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে?
উত্তরঃ
?ব্যবসার ধরণের উপর নির্ভর করে।
?তবে দুই স্টেজ এ করা যায়।
?নিজে গিয়ে করলে- ৫ হাজারের কম খরচ হয়।
?গভঃ ফি এক ক্যাটাগরির জন্য ৪.৫ হাজার টাকার মত।
?প্রোভাইডার দিয়ে করালে ১০ হাজারের মত খরচ হয়।
?সিটি করপোরেশেন হলে হাজার টাকার মত লাগে
?গ্রামাঞ্চল, ইউনিয়ন হলে ৩০০/৫০০/১০০০
ক্যাটাগরি ওয়াইজ প্রাইজ হবে।

৪। প্রতিবছর কি ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়?
উত্তরঃ
?হ্যাঁ। কারণ ট্রেড লাইসেন্স একবছর মেয়াদি হয়। তাই মেয়াদ শেষ হলে পুরনো ট্রেড লাইসেন্সটা নিয়ে যেখান থেকে ট্রেড লাইসেন্স করেছিলেন ওখানে গিয়ে দেখালে উনারা নবায়ন করে দিবে।
?আর নবায়ন ফী লাগে।

৫। কারা ট্রেড লাইসেন্স করতে পারবে?
উত্তরঃ
?১৮ বছরের উর্ধ্বে সকল নারী পুরুষ সবাই ট্রেড লাইসেন্স করতে পারবে।

৬। ট্রেড লাইসেন্স কত দিনের মধ্যে বানাতে হয়?
উত্তরঃ
?বৈধভাবে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন। তাই ব্যবসা শুরু করা আগেই সেই বৈধ দলিল করে নেওয়া ভালো।

৭। একাদিক ব্যবসার জন্য কি আলাদা আলাদা ট্রেড লাইসেন্স লাগবে?
উত্তরঃ
?একাদিক ব্যবসার প্রতিটা ব্যবসার জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে হবে।
?তবে একটা ট্রেড লাইসেন্স দিয়ে একাদিক পণ্য সেল করা যায় তবে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরী হওয়া উচিত জেনারেল টাইপ।

৮। কোন ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করলে ভালো হয়?
উত্তরঃ
?পণ্যের উপর নির্ভর করেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
?বাংলাদেশ সরকার ২৯৪ টা ক্যাটাগরি তে ট্রেড লাইসেন্স দেয়।

৯। এক জায়গায় ট্রেড লাইসেন্স করার পর অন্য কোথায় স্থায়ী হয়ে গেলে কি করনীয়?
উত্তরঃ
?ট্রেড লাইসেন্স এর তথ্য ফি দিয়ে পরিবর্তন করা যায় তাই ঠিকানা পরিবর্তন হলে কিছু টাকা খরচ করে তা করে নেওয়া যাবে।
?যেই ঠিকানা থেকে ব্যবসা পরিচালনা করা হবে ট্রেড লাইসেন্স এ সেই ঠিকানা থাকা উচিত।

১০। আমার ব্যবসায়ের নামে ট্রেড লাইসেন্স করলে দ্বিতীয় কেউ কি সেইম নামে ট্রেড লাইসেন্স করতে পারবে?
উত্তরঃ
?হ্যাঁ পারবে। কারণ এক নামে অনেক মানুষ বা ব্যবসার নাম থাকতে পারে।
?তবে যদি একটা নাম আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে কোম্পানির নাম টা রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

১১। এফ কমার্স বা ঘরে বসে বিজনেস করলে কি ট্রেড লাইসেন্স লাগবে?
উত্তরঃ
?লাগবে। কারণ ঘরে বা বাইরে ব্যবসা, ব্যবসাই।

১২।  ই-কমার্স বা এফ কমার্স এর জন্য ট্রেড লাইসেন্স কিভাবে করবো?
উত্তরঃ
?বাংলাদেশে ই-কমার্স এর জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। তাই “আইটি বা সফটওয়্যার” ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করা যায়।
?আর ওইখানে গিয়ে ট্রেড লাইসেন্স করবেন বললে ধাপ গুলো উনারা বলে দিবে।

১৩। ট্রেড লাইসেন্স এর লাভ লোকসান জানতে চাই??
উত্তরঃ
?ক্ষতি নাই তবে অনেক লাভ আছে।
?প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট করতে চাইলে ট্রেড লাইসেন্স লাগবে।
?শো রুম দিতে চাইলেও লাগবে।
?সরকার থেকে বিনা সুদে লোন নিতে চাইলেও লাগবে।
?বিদেশে রপ্তানি করে নগদ সহায়তা পেতে চাইলেও লাগবে।
?আরো অনেক জায়গায় লাগতে পারে।

☄ডিএসবি আর উইতে বেশ কিছু পড়াশোনা করে আজ ট্রেড লাইসেন্স নিয়ে এইটুকু জানতে পেরেছি।  আশা করি যারা জানেন না অনেক কিছুই জানতে পারবেন আমার এই লেখা থেকে।

.
#
স্বস্তিকা এনাসোয়ান বড়ুয়া
ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার উদ্যোগে
চট্টগ্রাম মহানগরী থেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ