সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
|| ফারজানা অাক্তার || মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২০ : দুপুর সাড়ে ১২ টায় একটা মেসেজ আসলো একটা নাম্বার থেকে মেসেজ এ লিংক প্রবেশ করার পর দেখলাম আমাদের্ উইর অনেক আপুদের ছবি কিছু বোঝার আগেই নিচে একটা ফোন নং দেয়া ছিল ফোন দিলাম ফোন ধরার পর যা শুনলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
সম্পুর্ণ বিনামূল্যে বাংলাদেশ আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআইডি)[biid] মহিলা আইসিটি ফ্রন্টিয়ার্স ইনিশিয়েটিভ (ডাব্লুআইএফআই)[wifi] থেকে কোর্সের চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ এক্টিভ থাকার কারনে এই পাওয়া। এইজন্য উইর এডমিন মডারেটর কাউকে একটা টাকা ও দিতে হয়নি।
আমার ভাবনার বাহিরে ছিল আমি এরকম কোন ট্রেনিং এর সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ উইতে এক্টিভ থেকে সে ভাবনা বাস্তবে রুপ পেলো।
কৃতজ্ঞতা উইয়ের প্রতি কৃতজ্ঞ Razib Ahmed স্যার ও নাসিমা আক্তার নিশা আপুর প্রতি।
এক্টিভ থাকুন নিয়মিত হোন ইনশাআল্লাহ আপনারাও সম্পূর্ণ বিনামূল্যে এর চেয়ে ভালো কোর্সে ও চান্স পাবেন।
#
ফারজানা
ওনার অফ Farzana’s Food Store
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D