সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
|| নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২০ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশের সকল উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রচনার ভাষা হবে বাংলা।
গ্রুপ ও রচনার বিষয়:
উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়: উনিশ শতকের বাংলার জাগরণের প্রাণপুরুষ বিদ্যাসাগর। ১০০০ শব্দের মধ্যে।
বিশ্ববিদ্যালয় পর্যায়: বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও বর্তমান বাঙালি সমাজ। ১৫০০ শব্দের মধ্যে।
পুরস্কার:
২টি গ্রুপে ৫ জন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে।
১ম পুরস্কার: ৫ হাজার টাকার বই ও সনদপত্র
২য় পুরস্কার: ৪ হাজার টাকার বই ও সনদপত্র
৩য় পুরস্কার:৩ হাজার টাকার বই ও সনদপত্র
৪র্থ পুরস্কার: ২ হাজার টাকার বই ও সনদপত্র
৫ম পুরস্কার: ১ হাজার টাকার বই ও সনদপত্র
রচনা পাঠানোর পদ্ধতি:
প্রতিযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীদের সাদা কাগজে(এ-ফোর) স্পষ্ট করে নিজ হাতে রচনা লিখতে হবে। উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। রচনার সঙ্গে আলাদা কাগজে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বিষয়/বিভাগ/সেমিস্টার ও রোল নম্বর উল্লেখ করতে হবে। রচনা সুস্পষ্টভাবে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। হার্ড কপি ডাকযোগে বা কুরিয়ারে পাঠানো যাবে কিংবা সরাসরি জমা দেয়া যাবে। ই-মেইলের ক্ষেত্রে বিষয়ের ঘরে বা ডাকযোগে পাঠানো হলে খামের উপর বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী রচনা প্রতিযোগিতা এবং গ্রুপ লিখতে হবে।
রচনা পাঠানোর ঠিকানা:
বিশ্বসাহিত্য কেন্দ্র। ১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ই-মেইল: kendro.nep@gmail.com
পাঠানোর শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২০।
বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি নির্বাচিত দল রচনা বাছাই এবং প্রতিটি গ্রুপ থেকে সেরা ৫ জন রচনালেখক নির্বাচন করবে। নির্বাচিতদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ঘোষণা করে ডাক/কুরিয়ার যোগে পুরস্কারের বই পাঠানো হবে।
রিসোর্স হিসাবে বিদ্যাসাগর বিষয়ক বেশকিছু পিডিএফ বই “বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন-বিশ্বসাহিত্য কেন্দ্র” নামক গ্রুপের ফাইল সেকশনে আপলোড করা আছে। চাইলে বই ডাউনলোড করে পড়তে পারেন।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/2678944455692663/files
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক সকল উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D