কাজ করছি মনিপুরী ও জুম শাড়ি নিয়ে

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

কাজ করছি মনিপুরী ও জুম শাড়ি নিয়ে

|| জাকিয়া তান্নি || মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২০ : আসসালামু আলাইকুম। আশা করি গ্রুপের সবাই ভালো আছেন?

আমাদের যেহেতু অনলাইন ক্লাস সে জন্য আমরা নিজেদেরকে তেমন ভাবে পরিচিত করার সুযোগটা পাচ্ছি না। কিন্তু আমরা ঘটনমূলক কমেন্ট এর মাধ্যমে নিজেদের কে পরিচিত করাতে পারি। আপনি যখন একজন  উদ্যোক্তা হবেন তখন নিজের পার্সনাল ব্যান্ডিং টাও কিন্তু অনেক জুরুরি ?।
আসেন আমরা সবাই পরিচিত হই আমি জাকিয়া তান্নি, মৌলভীবাজার এর মেয়ে কাজ করছি সিলেট এর মনিপুরী শাড়ি এবং জুম শাড়ি নিয়ে।

আমার পেইজ লিংক দিয়েছি আশা করি সবাই একটু ঘুরে আসবেন ??

https://www.facebook.com/prioshini/

এ সংক্রান্ত আরও সংবাদ