প্রিয় নাতির কাছে ছুটে গেলেন কমরেড মেনন

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

প্রিয় নাতির কাছে ছুটে গেলেন কমরেড মেনন

|| এম এম মিল্টন || ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২০ : দুর্যোগ মানে না পরম আত্মীয়’র টান। করোনার এই দুঃসময়ে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ছুটে গেলেন প্রিয় নাতির কাছে। পরম আদরে কোলে তুলে নিলেন পুত্র অনিক রাশেদ খানের ছেলেকে (দ্বিতীয় সন্তান)। দাদা’র কোলে হাস্যোজ্জ্বল নাতি। পাশে দাদী লুৎফুন নেসা খান বিউটি এমপি।