বইয়ের মধ্যেই মানুষ পুনর্বার জন্মায়

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

বইয়ের মধ্যেই মানুষ পুনর্বার জন্মায়

|| শহীদুল ইসলাম || ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২০ : দেশ, সমাজ, কালকে ধারণ করে রাখতে পারে বই। অত্যাধুনিক সব গণমাধ্যমের চল হওয়া সত্ত্বেও বইয়ের গুরুত্ব কমেনি মোটেও। বইয়ের মধ্যেই মানুষ পুনর্বার জন্মায়। বার বার জন্মায়, ফিরে ফিরে নিজেকে আবিষ্কার করে। এটা লেখকের বেলায় যেমন সত্যি, পাঠকের বেলায়ও তেমনি।

সৃজনশীল সাহিত্যে লেখকের আত্মবিকিরণ ঘটে। তাই উপন্যাস, গল্প, কিংবা কবিতাও অংশত তার আত্মজীবনী। তার সমস্ত সৃষ্টির মধ্যেই বীজাকারে সে নিজেও থেকে যায়। তার নিজের জীবন ও অভিজ্ঞতা, স্বভাব এবং স্বদর্শন অল্প বিস্তর প্রতিটি রচনার মধ্যেই নিষ্কাসিত হয়। সে হয়ে ওঠে যেন তার নিজের আত্মজ।

পাঠকের কাছেও তাই। তেমন তেমন গ্রন্থের মধ্যে সে নিজেকে হারিয়ে ফের খুঁজে পায়। তার জীবনের ফলিত প্রতিচ্ছবির সঙ্গে যুক্ত হয় তার অপূর্ণ আনন্দ আর অভাবিত বিষাদ। নিজেকে সে নতুন চোখে দেখতে পায় সাহিত্যের আয়নায়, নতুন করে আবিষ্কার করে তার অবরুদ্ধ মনুষ্যত্বকে, তার পৌরুষ তার নারীত্ব নতুন মাত্রা পায়। এক চিরায়ত বিস্তারের মধ্যে নিজের হৃৎস্পন্দন অনুভব করে। তাই ঘরের মধ্যে ঘর বলতে এই বইকেই বোঝায়। তাই প্রিয়জনকে বই উপহার দেয়ার চেয়ে অমূল্য আর কিছু হতে পারে কী?
তাই আমাদের মৃদুল প্রকাশন কর্তৃক প্রকাশিত ও ফজলে আহমেদ এর লেখা “প্রবাদ প্রবচন ও কথা অমৃত” এমনই একখানি মূল্যবান গ্রন্থ উপহার হিসেবে তুলে দিই আমাদের সকলের প্রিয় বিশিষ্ট আইনজীবী ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সহসভাপতি পরিমল কুমার বিশ্বাসের হাতে, তাঁর জজ কোর্টস্থ কার্যালয়ে।
#
এম শহীদুল ইসলাম
সম্পাদক, নিউজ লেটার

এ সংক্রান্ত আরও সংবাদ