উই এখন এক মিলিয়নের এক বিশাল বড় পরিবার

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

উই এখন এক মিলিয়নের এক বিশাল বড় পরিবার

|| শুভ্রা রায় || ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২০ : সেই মাহেন্দ্রক্ষণ চলেই আসল। উই এখন এক মিলিয়নের এক বিশাল বড় পরিবার।

ছোট গ্রুপটা গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে চোখের সামনে কি যে আনন্দ হচ্ছে।

অভিনন্দন সবাইকে।

নিশা আপু আর রাজীব স্যারের প্রতি কৃতজ্ঞতা থাকবে সবসময়, এত সুন্দর একটা প্লাটফর্ম আমাদের করে দেয়ার জন্য। যেখানে সবাই সবার সহযোগী হয়ে এগিয়ে যাচ্ছে।

আমরা এইভাবেই সবাই মিলে একদিন আরও বড় পরিবার হব।
#
শুভ্রা রায়
স্বত্বাধিকারীঃ”Heseler Panchfuran-হেঁসেলের পাঁচফোড়ন “।

এ সংক্রান্ত আরও সংবাদ