সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
|| শুভ্রা রায় || ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২০ : এই ছেলেটার সাথে আমার পছন্দের অমিলের শেষ নেই।
কিছু ব্যাপারে আমরা দুজন দুই মেরুর-পছন্দের দিক থেকে ?।
আমি যতটা অগোছালো মেয়ে, সে ততটাই গোছানো স্বভাবের মানুষ (স্বীকার করেছি বলে এই লাইনটা দেখে খুশি হয়ে যাবে?)।
আমি এত টক খেতে পারিনা কিন্তু তার প্রতিবেলাতেই ভাত খাবার সাথে আচার চাই।
আমি একটু ফুচকা, ভাজাপোড়া, স্পাইসি এইসব পছন্দ করি, আর সে এইসব দেখলেই নাক ছিটকায়। আর কিনে তো দেয়ই না উল্টো বকা দিয়ে আরও কয়েকটা স্বাস্থ্য উপকারীতা বুঝাতে বুঝাতে বাসায় নিয়ে আসে।
সে একদম ঠান্ডা সহ্য করতে পারে না,গরমের মধ্যেও ফ্যানের ভলিউম কমিয়ে রাখে ।
আর আমি চাই ফ্যানের ভলিউম হাই স্পীডে থাকবে, এমনকি হালকা শীতের মধ্যেও ফ্যান ছেড়ে লেপ গায়ে দিয়ে ঘুমাতাম!
মোবাইলে গেইম বলতে আমি লুডু খেলতে চাই আর সে গেইমের নামই শুনতে পারে না। কিছুদিন খেলার অভ্যাস করেছিলাম কিন্তু সে আমার সাথে তুমুল ঝগড়া করে আমার গেইম খেলার বারোটা বাজিয়েছে ☹।
এত শত অমিলের পরও এই ছেলেটার সাথে
সংসার জীবনের সাতশত (৭০০) তম দিন কাটিয়ে ফেলেছি ?।
সবকিছু বাদ রেখে দিয়ে, আমি শুধু জানি আমি রিকশায় ঘুরতে পছন্দ করি বলে সে এই ব্যাপারটাকে প্রাধান্যতা দেই, রিকশায় করে ঘুরতে নিয়ে যায়।
সে ভালবাসে বলেই আমি একটু পরিপাটি হয়ে সাজি, কাজল দেই। আমাকে দেখাবে বলে তার লেপটপে সেইভ করে রাখা ভার্সিটি লাইফের দেখা পুরনো মুভিগুলি আবার আমাকে নিয়ে নতুন করে দেখে।
আমি বেসুরা গলায় গুনগুন করলেও সে টেবিলে তাল বাজায়। ইলিশের ডিম পছন্দ বলে সে বাজার থেকে ডিমওয়ালা মাছটাই আমার জন্য নিয়ে আসে। আমি ভালোবাসি বলে সে তার হাতের খিচুড়ি, বিরিয়ানি রান্না করে খাওয়ায়।
হয়ত পছন্দের অমিলের পরেও একজনের ভালো লাগার দিকটা অপরজন খেয়াল রাখি বলেই এতদিন দুজন দুজনের সাথে বেশ ভালো আছি।
হয়ত প্রকৃতির নিয়ম-ই এমন!
কে জানে হয়ত বেশি অমিলের মধ্যেই ভালোবাসা বেশি!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D