করোনা ভাইরাস মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

করোনা ভাইরাস মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Manual7 Ad Code

মস্কো (রাশিয়া), ২৯ সেপ্টেম্বর ২০২০ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনা ভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।

Manual3 Ad Code

সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।
তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।
গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ^ স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি বিশে^র আনাচে কানাচে ছড়িয়ে পড়ে।
চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।
সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ২৮ লাখ লোক করোনায় আক্রান্ত এবং ১০ লাখ লোক মারা গেছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ