সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
|| লিমা গমেজ || ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২০ : উই মানেই নারী উদ্যোক্তার মেলা l তবে হ্যাঁ এটা ঠিক এবং বাস্তব যে এখানে শুধু নারীরাই উদ্যোক্তা ভূমিকায় কাজ করে যাচ্ছে না পুরুষরাও সমান তালে এগিয়ে যাচ্ছে l নেই কোন ভেদাভেদ l
দেশি পণ্যের ই ۔কমার্স প্লাটফর্ম এটি l ১০ লক্ষ্য ১৩ হাজার প্রায় সদস্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়তই l এখানে প্রত্যেক সদস্যই দেশি পণ্য নিয়ে কাজ করছেন l উই মানেই এক জনপ্রিয় ই۔ কমার্স বিজনেস প্লাটফর্ম l এখানে হাজার হাজার ব্যাক্তিবর্গ নিজেদের ও প্রস্তুত করছে কিভাবে নিজেকে ও নিজের উদ্যোগকে আরও ভালো করে গুছিয়ে নেয়া যায় l যে যত এক্টিভ ঠিক সে ততোটাই নিজের মজবুত একটি জায়গা দখল করে নিচ্ছেন l
উই আর দশটা গ্রুপের মতো না l একেবারেই আলাদা প্রকৃতির গ্রুপ l আমি মন প্রাণ দিয়ে এটা মানি l কারণ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে তৈরী করছে l আমাকে কোন কিছু নিয়ে জোর করে না l বরং সফল হবার রাস্তা দেখান সব সময় l এই পর্যন্ত কিনো ভাবেই উইয়ের কোন খাড়াপ দিক আমার চোখে পরেনি l কেউ কিছু নিয়ে জোর করে না l তবে সবার ভালোর জন্যে একটাই কথা সেটা হলো এক্টিভ থাকুন l সময় দিন, গ্রুপে অনেক শিক্ষণীয় পোস্ট আছে সেগুলো সার্চ দিয়ে সময় নিয়ে পড়ুন l নিজেদের লক্ষ্য পূরণে অনেক কাজে দিবে l প্রতিদিন দু ঘন্টা সময় দিয়ে একশো কমেন্ট করা যায় l আর যদি সেটাও খারাপ লাগে তবে পোস্ট পড়ুন l এই পোস্ট পড়তে বলা, কমেন্ট করতে বলার উদ্দেশ্য গুলোর কারণ হলো একটাই নিজের পরিচিতি বাড়ানোর অনেক বড় একটি শক্তি তৈরী হয় এর মাধ্যমে l আমাদের কাজের প্রসার যেন সীমিত না থাকে lআমরা যেন পরিচিতি দিয়ে নিজের পণ্যের সেল বাড়াতে পারি l
যারা উইয়ে নিয়মিত এক্টিভ থেকে বা থাকছে তারা এখন লাখপতি l আমিও উইয়ের দেখানো পথ অনুসরণ করছি l একটিভ থেকে নিজেকে মজবুত করার পন করেছি l এখানে কোন প্রকার টাকা দিতে হচ্ছে না কিংবা হাজার ঝামেলা দিচ্ছে না ঘাড়ে l কাউকে ডেকে আনতে বলছে না l এমন শান্তি কোথায় আছে l
উই আমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু আমাদের কোন ভাবেই জোর করছে তাকে সাপোর্ট দেয়ার জন্য l অথবা সব ছেড়ে দিয়ে উইতে পরে থাকতে বাধ্যও করছে না l নিজেদের কাজ ও নিজের উদ্যোগকে মজবুত করার জন্য শেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে l
নিয়ম মেনে পোস্ট করলে অবশ্যই এপ্রোভ হয় l একটু ধৈর্য্য নিয়ে আমাদেরও সব রকম পরিস্থিতি বুঝে নিতে হবেই l এখানে প্রতিদিন প্রায় ১৫ হাজার পোস্ট এপ্রোভ হচ্ছে l আমাদের নিয়েই কাজ করে যাচ্ছে উই l এক মিলিয়ন সদস্যের ভিড়ে এতো পোস্ট এপ্রোভ করছে কেন l নিশ্চয় আমাদের জন্যই নিয়ম ঠিক থাকলে এপ্রোভ হয় এটা মানতে হবে l তাই নিয়ম গুলো বার বার পড়া উচিত lএকটু ধৈর্য্য ধরতেই হবে l আমাদের পোস্ট গুলো এপ্রোভ করতে ২৪ ঘন্টা চেষ্টা করে যাচ্ছে l এর পরেও যদি আমরা এ নিয়ে কষ্ট পাই তাদের আঘাত করি তবে কিসের সাপোর্ট কাকে সাপোর্ট l উই কে ? এডমিন, মডারেটর আর আমরা সকল সদস্যরাই তো হচ্ছি উই l
সুতরাং, আমরা সত্যিকার অর্থে যদি সাপোর্ট দেই উইকে তবে অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে এগিয়ে যাই আশা করি এতেই আমাদের অনেক বড় অর্জন হবে উইকে নিয়ে l
উই ছড়িয়ে যাক সারা বিশ্বেই এই দোয়াই করি আমরা l আর আমরাও একজন আরেকজনকে সাপোর্ট করে এগিয়ে যাই মিলে মিশে এক সাথে l
কারণ উই মানেই সাপোর্ট l
#
লিমা গমেজ
ঢাকা থেকে কাজ করছি
হোমমেড খাবার নিয়ে
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D