ডকুমেন্টরি প্রকাশনা ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উম্মোচন

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

ডকুমেন্টরি প্রকাশনা ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উম্মোচন

পঞ্চগড়, ০৫ অক্টোবর ২০২০: জেলার নাট্য সংগঠন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের ডকুমেন্টরি প্রকাশনা ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উম্মোচন করা হয়েছে।

আশরাফুল ইসলাম স্মৃতি শিশু চত্ত্বরে সংগঠনের সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার শিশুদের নিয়ে যে সকল ক্রিয়েটিভ কর্মকা- পরিচালনা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়, সংগঠনটি দেশ তথা বিদেশের মাটিতেও বাংলাদেশে সংস্কৃতিকে উপস্থাপন করে দেশের গৌরব বয়ে এনেছে।
কুঁচিকার নির্বাহী সম্পাদক ‘রহিম আব্দুর রহিম’ বলেন, দীর্ঘ ১৬ বছরের কর্মকা-ের সংগৃহিত ছবি ও সাবেক সদস্যদের প্রতিক্রিয়া, গুণীজনদের বাণী নিয়ে গ্রন্থিত আলেখ্য কুঁচিকাটি শিশু কিশোরদের স্মৃতির বাহন হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম প্রমুখ।