গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট (ঢাকা), ০৬ অক্টোবর ২০২০ : সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওটি অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে।

পাশাপাশি ভিডিওটির একটি কপি সিডি আকারে বা পেনড্রাইভে করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে আদালতে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্যাতিতা নারী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে নোয়াখালীর এসপির প্রতি নির্দেশ হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দিয়েছেন। ওই ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের নজরে আনার পর আদালত আদেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ