নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে সুজনের মানববন্ধন

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে সুজনের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১০ অক্টোবর ২০২০ : ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”- এই শ্লোগান নিয়ে সারাদেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌমুহনাতে প্রায় ঘন্টাকালব্যাপী এই মানববন্ধনে সাংবাদিক সৈয়দ ছায়েদ অাহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান, জাসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির, প্রবীণ নাগরিক অানহারুল ইসলাম, জাতীয় পার্টির শহীদুল ইসলাম শহীদ, অাইডিয়া’র পংকজ ঘোষ দস্তিদার, প্রার্থিব ঘোষ দস্তিদার, কিন্ডারগার্টেন এসোসিয়েশানের সভাপতি দীলিপ কৈরী, অান্তর্জাতিক ছাত্র সংগঠন ‘ইয়থ এন্ডিং হাঙ্গার’-এর অাঞ্চলিক সমন্বয়ক মহসিন অাহমেদ, ‘ইয়থ এন্ডিং হাঙ্গার’-এর মৌলভীবাজার জেলা সমন্বয়কারী অদ্রি বর্মন, অপু চন্দ্র শীল, শুভজিৎ সিংহ, পায়েল চৌধুরী, তৃষা জাহান, বর্ণ চক্রবর্তী, সোহাগ ইসলাম, অাকাশ মালাকার, তাসনিম ও তারেক অাহমদ প্রমূখ।

এ সময় বক্তারা অবিলম্বে দেশব্যাপী ধর্ষণ বন্ধ, ধর্ষকদের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ