সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
আন্তর্জাতিক প্রতিবেদক || পিয়ংইয়ং (উত্তর কোরিয়া), ১০ অক্টোবর ২০২০ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, করোনাভাইরাস সংকট কেটে যাবে এবং দুই কোরিয়ার মানুষজন আবারও একসঙ্গে কাজ করবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কিমের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে।
শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে এক সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়।
পিয়ংইয়ংয়ে ব্যাপকভাবে উদযাপিত ওই অনুষ্ঠানে কিম জং উন বলেন, তার দেশের কোনও কোভিড-১৯ আক্রান্ত রোগী নেই বলে তিনি কৃতজ্ঞ। উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশে ‘একজনও’ করোনা রোগী নেই। এসময় তিনি বিশ্বের করোনা রোগীদের ‘সুস্থতা’ কামনা করেন।
কিম বলেন, আমি বিশ্বজুড়ে সব মানুষ যারা খারাপ এই ভাইরাসজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি।
নিজের ভাষণে উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশ সামরিক বাহিনী শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে। এছাড়া মানুষজনের জীবনমান বদলে দিতে উদ্ভাবন, প্রায়োগিক পরিবর্তন নিয়ে কাজ করবে তার দেশ।
এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, শনিবারের ওই কুচকাওয়াজের জন্য আগের রাতেই ‘বিপুল সেনা ও অস্ত্রশস্ত্র’ পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে জড়ো করে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D