সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাধাকান্ত তাঁতী অার নেই

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাধাকান্ত তাঁতী অার নেই

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১২ অক্টোবর ২০২০ : সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাধাকান্ত তাঁতী অার নেই।

গতকাল ১১ অক্টোবর রোববার রাত ২ ঘটিকার সময় ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ইউপি শাখার সংগ্রামী সভাপতি রাধাকান্ত তাঁতী মৃত্যুবরণ করেন।
কালীঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ইউপি শাখার সভাপতি রাধাকান্ত তাঁতীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ অাব্দুস শহীদ এমপি।

সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ইউপি শাখার সভাপতি রাধাকান্ত তাঁতীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
তাঁর মৃত্যুতে অারও শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও রোহেল অাহমদ, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, অাশীদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলনশীল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ এ কন্দ, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র বাড়াইক এবং লাইট হাউসের স্বত্বাধিকারী সুধীর চাষা প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ