সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
|| সৈয়দা নাজমা শবাব || যুক্তরাজ্য, ১৭ অক্টোবর ২০২০ : সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউন্সিলর হামিদা আলী সেখানকার কাউন্সিল লিডার নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কোনও নারী হিসেবে কাউন্সিল লিডার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ক্রয়োডন নর্থ লেবার পার্টির চেয়ারপারসন ইসলাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাজ্যে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। একজন মেয়র বা লিডারের নেতৃত্বে কাউন্সিল মন্ত্রিসভা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে। স্থানীয় সরকার নিজের আওতাধীন এলাকার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজ পরিচালনা করে থাকে।
সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউন্সিলর হামিদা বৃহস্পতিবার দিনগত রাতে কাউন্সিল লিডার নির্বাচিত হন। এর আগে ব্রিটেনের বিভিন্ন বারায় ব্রিটিশ বাংলাদেশি পুরুষ কাউন্সিল লিডার নির্বাচিত হলেও প্রথম নারী হিসেবে কাউন্সিল লিডার নির্বাচিত হওয়ার রেকর্ড করেছেন হামিদা আলী।
ক্রয়োডনের সদ্য সাবেক মেয়র হুমায়ুন কবীরও বাংলাদেশি বংশোদ্ভূত।
সৈয়দা রোকেয়া খাতুনের শুভেচ্ছা
সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউন্সিলর হামিদা আলী সেখানকার কাউন্সিল লিডার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও অারপি নিউজের প্রতিষ্ঠাতা সৈয়দা রোকেয়া খাতুন ও সৈয়দা নাজমা শবাব।
সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা
সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউন্সিলর হামিদা আলী সেখানকার কাউন্সিল লিডার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D