সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
বিশেষ সংবাদদাতা || শ্রীমঙ্গল, ২০ অক্টোবর ২০২০ : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশীদ ও মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সুফী মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
২ নং ভুনবীর ইউপিতে নৌকার প্রার্থী মো. আব্দুর রশীদ বিপুল ভোটে জয়লাভ করেন। এ আসনে ধানের শীষের কোনও প্রার্থী ছিলো না। তবে স্বতন্ত্র হিসেবে আরো চারজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
মির্জাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সুফী মিয়া
হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মির্জাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে, চমক হিসেবে তরুন চিকিৎসক নৌকার প্রার্থী অপুর্ব চন্দ্র দেব সামান্য ব্যবধানে পরাজিত হন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সুফী মিয়ার নিকট। বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোটসংখ্যা ৬৯৬১ ভোট ও নৌকার প্রার্থী পেয়েছেন ৬৪৬৬ জন।
ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হওয়া নৌকা মার্কার প্রার্থী মো. আব্দুর রশিদ
অপরদিকে ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হওয়া নৌকা মার্কার প্রার্থী মো. আব্দুর রশিদ পেয়েছেন ৬৪৬৫ অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দী যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী প্রযাত ইউপি চেয়ারম্যান চেরাগ আলীর পুত্র মো. কা্উসার আহমেদ ৩১৫৪, কবির মোল্লা ৭৭৮, মো. আবুল বাসার ২৭৮৩,ও জলিল মাহমুদ ১৫৪০ ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অাওয়ামী লীগের আব্দুর রশীদ ও মির্জাপুর ইউনিয়নে বিএনপি’র সুফী মিয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। অারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D