আমাদের সম্পর্কের প্রকাশ্য-গোপন যা পাওয়া যাবে তা কখনোই লজ্জার বা গ্লানিকর নয়!

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

আমাদের সম্পর্কের প্রকাশ্য-গোপন যা পাওয়া যাবে তা কখনোই লজ্জার বা গ্লানিকর নয়!

মনজুরুল অাজিম পলাশ || কুমিল্লা, ২৫ অক্টোবর ২০২০ : অনেক জীবন… । ভাই-বোন সেটা খুব সরল পরিচয়! বড়কথা—আমরা আজীবন সহযোদ্ধ! পরীক্ষিত! নীতির প্রশ্নে লড়াকু এবং আপোষহীন! পারস্পরিকভাবে শ্রদ্ধাপূর্ণ এবং ভালোবাসাময়! আমাদের সম্পর্কের ভিত্তি আদর্শ-বুদ্ধিবৃত্তি-প্রতিশ্রুতি-সততা এবং স্পষ্টবাদিতা! আমাদের সম্পর্কের প্রকাশ্য-গোপন-আগামী খুঁজে যা পাওয়া যাবে তা কখনোই লজ্জার বা গ্লানিকর নয়!

আমি আমার ছোট বোনটার সামগ্রিক কল্যাণ এবং দীর্ঘজীবন কামনা করি! মানুষ-সমাজ-সভ্যতার জন্যেই তাঁর আরও বেঁচে থাকা জরুরি…

এ সংক্রান্ত আরও সংবাদ