ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খানের ইন্তেকাল

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খানের ইন্তেকাল

ঢাকা, ২৭ অক্টোবর ২০২০ : বংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপি)-এর স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ খান আর নেই। আজ দুপুর ২.৪৫ মিনিটে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মোস্তাক আহমেদ খানের আকস্মিক মৃত্যুতে বিএসপিএ গভীর শোক প্রকাশ করেছে।

অদ্য মঙ্গলবার বাদ এশা যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ কুমিল্লার নিজগ্রামে দাফন করা হবে।

বংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপি)-এর স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ