প্রথম অফলাইন ইভেন্ট এবং আমার অর্জন

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

প্রথম অফলাইন ইভেন্ট এবং আমার অর্জন

কান্তা চক্রবর্তী || বগুড়া, ২৯ অক্টোবর ২০২০ : আমি উই’তে জয়েন করার পরে দুইটা ইভেন্ট হয়েছে। একটা উই এর প্রতিষ্ঠাবার্ষিকী এবং আরেকটা পুরান ঢাকার ইভেন্ট। আর যখন পুরোদমে আমি উই’তে এক্টিভ হলাম তখন করোনা পেন্ডামিকের কারণে আর কোনো ইভেন্ট হচ্ছিল না। সবসময় মনে হতো কবে হবে দেখা? স্বপ্নে দেখতাম স্যার এসেছেন বগুড়া,কাকলী আপু এসেছেন বগুড়া। তখন নিশা আপুকে এতটা চিনিনি। অনলাইন আড্ডা শুনতাম, লাইভ দেখতাম,পোস্ট পড়তাম,কমেন্ট লিখতাম আর পোস্ট করতাম। আস্তে আস্তে আরও সবাইকে চিনলাম। দেখা করার সুপ্ত বাসনা মনের মধ্যে ছিলই। সেই বাসনার একাংশ পূর্ণ হলো যখন নিশা আপু,কবির ভাইয়াসহ একাংশকে পেলাম বগুড়ার ইভেন্টে।

সেটা ছিল শুরু। তারপর এলো আমাদের পোস্ট সামিট সেলিব্রেশন। এত এত প্রিয় মুখ। সবথেকে বড় পাওয়া ছিল স্যারকে ইভেন্টে পাওয়া। ভেন্যুতে ঢুকেই স্যার,কাকলী আপু,এনিকা আপু,মিম আপু,মনিকা আপুকে পেয়েছি। স্যারকে সালাম দেয়ার পরে,সামান্য সৌজন্য কথার পরেই স্যার আমার সন্দেশের কথা তুললেন। সন্দেশের কথা উঠানোর পরেই স্যার বললেন আমার সন্দেশ বিক্রির কথা আর সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়া শুরু। স্যার বলছিলেন আর আমি শুধু নোট করছিলাম। কি যে এক অনুভূতি।

স্যারের মুখে যখন নিজের নাম শুনতাম আড্ডাতে তখনই তো অন্যরকম অনুভূতি হতো। আর সামনাসামনি নাম শোনা এ তো আরও বড় সৌভাগ্য। আমার মাঝে মঝে মনে হচ্ছে আমি এখনো ঘোরের মধ্যে আছি।

এ সংক্রান্ত আরও সংবাদ