সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || ০৬ নভেম্বর ২০২০ : শ্রীমঙ্গলের চা বাগানের ছাত্র ছাত্রী ও মনিপুরি ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ”অাত্মপরিচয়ের সংকট : উত্তরণের উপায় ও ছাত্র সমাজের দায়বদ্ধতা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর ২০২০ শুক্রবার সকাল ৮টায় শ্রীমঙ্গলের ৮নং কালীঘাট ইউপি কার্যালয়ের কনফারেন্স হলে মনিপুরি লাইব্রেরি কর্তৃক অায়োজিত ও মিডিয়া পার্টনার অারপি নিউজ
এবং লাইট হাউসের স্বত্বাধিকারী সুধীর চাষা’র সার্বিক সহযোগিতায় এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থেকে অালোচনা করেন খাসিয়া নেতা ও লেখক জিডিশন প্রধান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান, ইউকে’র সোশাল এক্টিভিস্ট অলিভার স্ক্যানল্যান, মৃত্তিকা’র সম্পাদক ও প্রাবন্ধিক জুয়েল বিন জহির, উন্নয়ন বিশেষজ্ঞ অনিত্য মানখিন, কবি ও প্রাবন্ধিক পরাগ রিছিল, সংগীত শিল্পী যাদু রিছিল, কবি ও লেখক মাইবম সাধন ও কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমূখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D