আমিই শেষ নই : কমলা হ্যারিস

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

আমিই শেষ নই : কমলা হ্যারিস

উইলমিংটন, (যুক্তরাষ্ট্র), ০৮ নভেম্বর ২০২০ : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস শনিবার এক ঘোষণায় বলেছেন, তার বিজয় নারীর জন্যে কেবল সূচনা মাত্র।

ডেলওয়ারে এক বিজয়র‌্যালীতে হ্যারিস আরো বলেন, আমি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমিই শেষ নই।
তিনি বলেন, আজ রাতে প্রতিটি কন্যা শিশু দেখছে, এটি একটি সম্ভাবনার দেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ