উদ্যোক্তা জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ্য ও চ্যালেঞ্জিং

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

উদ্যোক্তা জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ্য ও চ্যালেঞ্জিং

|| স্নিগ্ধা দত্ত || বাগেরহাট (খুলনা), ০৮ নভেম্বর ২০২০ : উদ্যোক্তা জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ্য, প্রতিটা মূহুর্ত চ্যালেঞ্জিং। প্রতিটা মূহুর্ত লড়াই করে টিকে থাকতে হয়। প্রবল মনের জোড় আর পরিশ্রম, ধৈর্য, একাগ্রতা ছাড়া এই টিকে থাকা সম্ভব নয়। প্রতিটা সফল উদ্যোক্তার সাকসেস স্টোরি পড়লে তাদের লড়াইটা আমরা দেখতে পাই। কেউ কিন্তু সহজেই কিছু পায় না,,,যেকোনো অর্জনের পিছনে থাকে অনেক স্যাকরিফাইস, অনেক পরিশ্রম।

যারা অল্পতেই আশাহত হয়ে পরেন তাদের জন্য একটাই পরামর্শ,,,,, কারো জীবন রাতারাতি কিংবা কয়েকদিনের মধ্যে বদলে যায়। আবার কারো কয়েক বছরের চেষ্টায়। কিন্তু যতোদিন না এই বদলটা হচ্ছে ততোদিন ধৈর্য ধরে লড়াইটা চালায় যেতে হবে। হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন।

উইতে সময় দিন। এক্টিভ থাকুন। এর সুফল উই আপনাকে দিবেই। যারা ধৈর্য ধরে লেগে থাকতে পারে তারা সফলতা পায়।

উইতে হোক, উদ্যোক্তা জীবনে হোক কিংবা যেকোনো কাজে সফলতা পেতে মনোবল, ধৈর্য এবং কঠোর পরিশ্রম লাগে। এগুলো যারা পারে তারাই সফল।মূল কথা এক্টিভ থাকা। নিয়মিত লেগে থাকা। সফলতা আসবেই।

ছবি – প্রাচুর্যর হ্যান্ডলুম খাদি পাঞ্জাবি।

স্নিগ্ধা দত্ত
বাগেরহাট, খুলনা
সত্ত্বাধিকারী – ?প্রাচুর্য?