নির্বাচনের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতির ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নীতি-কৌশল সুস্পষ্টভাবে কেমন হবে: ফাহমিদা খাতুন

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

নির্বাচনের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতির ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নীতি-কৌশল সুস্পষ্টভাবে কেমন হবে: ফাহমিদা খাতুন

সৈয়দা তাহমিনা বেগম,সহকারী সম্পাদক || ০৮ নভেম্বর ২০২০ : যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন হলেও বাংলাদেশসহ এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে সচেতন সবার দৃষ্টি এখন ওই দিকেই নিবদ্ধ। বাংলাদেশের বিশেষজ্ঞ, বিশ্লেষক ও সচেতনমহল যুক্তরাষ্ট্রের নির্বাচনকে বাংলাদেশসহ আঞ্চলিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও আঞ্চলিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক, ভ‍ূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিমালার ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে কিনা-সে বিষয়েও তাদের রয়েছে সজাগ দৃষ্টি। আর এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং দেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি-র নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন।

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, নানা কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচন বাংলাদেশ ও এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অধিকতর উন্নয়ন প্রত্যাশা করেন। তিনি অবশ্য মনে করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল যাই হোক, তাদের প্রধান প্রধান নীতি-কৌশলের তেমন কোন পরিবর্তন হবে না।

বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ মনে করছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতির ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নীতি-কৌশল সুস্পষ্টভাবে কেমন হবে।