ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম নেতৃবৃন্দের মহারাজার কাছারি বাড়িসহ শ্রীমঙ্গলের বিভিন্ন গ্রাম পরিদর্শন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম নেতৃবৃন্দের মহারাজার কাছারি বাড়িসহ শ্রীমঙ্গলের বিভিন্ন গ্রাম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ১১ নভেম্বর ২০২০ : ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম নেতৃবৃন্দ মহারাজার কাছারি বাড়িসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রেম ত্রিপুরার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সিলেট বিভাগের ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এসময় তারা ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নেন।

শ্রীমঙ্গল উপজেলা সফরের শুরুতে ত্রিপুরা মহারাজার কাছারি বাড়িটি পরিদর্শন করেন তারা। তাদের সাথে ছিলেন ত্রিপুরা জনগোষ্ঠীর শ্রীমঙ্গলের স্থানীয় প্রতিনিধি জনক দেববর্মা ও সুমন দেববর্মা।

এসময় বিভিন্ন গ্রাম পরিদর্শনের পাশাপাশি সিলেট বিভাগের কমিটি গঠন করার বিষয়েও আলোচনা করেন।