সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
নিজস্ব সংবাদদাতা || মৌলভীবাজার, ১২ নভেম্বর ২০২০ : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক গৃহীত সচেতনতামূলক কর্মসূচি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’- এর তৃতীয় দিনে আজ ১২ নভেম্বর ২০২০ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে দক্ষিণ জগন্নাথপুর গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক ও দক্ষিণ জগন্নাথপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।
উঠান বৈঠকে প্রধান অতিথি এবং সভাপতি গ্রামের মানুষের সাথে উন্মুক্ত আলোচনা করেন, তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে মূল্যবান বক্তব্য রাখেন
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D