নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহে তৃতীয় দিনে উঠান বৈঠক

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহে তৃতীয় দিনে উঠান বৈঠক

নিজস্ব সংবাদদাতা || মৌলভীবাজার, ১২ নভেম্বর ২০২০ : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক গৃহীত সচেতনতামূলক কর্মসূচি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’- এর তৃতীয় দিনে আজ ১২ নভেম্বর ২০২০ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে দক্ষিণ জগন্নাথপুর গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক ও দক্ষিণ জগন্নাথপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।

উঠান বৈঠকে প্রধান অতিথি এবং সভাপতি গ্রামের মানুষের সাথে উন্মুক্ত আলোচনা করেন, তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে মূল্যবান বক্তব্য রাখেন

এ সংক্রান্ত আরও সংবাদ