মৈরাং পাড়ের জুম শাড়ি

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

মৈরাং পাড়ের জুম শাড়ি

ইসমত জাহান হলি || সিলেট, ১৪ নভেম্বর ২০২০ : এই শাড়ি গুলোর নামটা অনেক চমৎকার মনে হয় আমার কাছে।

জুম শাড়ি মনে হলেই চোখে ভাসে এক রঙা শাড়ি আর বুনন টা একটু ফাঁকা ফাঁকা কিন্তু এই মৈরাং পাড়ের জুম শাড়ি গুলো ঘন বুননের।
আর এতো বেশি গ্লেজ যে দেখলেই আলাদা সুন্দর লাগে। তবে প্রায় সময় দেখা যায় ছবিতে আসল রংটা ফুটিয়ে তুলতে পারি না।
কিন্তু কোন কাস্টমার যখন জুম শাড়ি পড়ে ছবি দেন তখন বোঝা যায় এই শাড়ি কতটা সুন্দর।

আজকে Lia Asma আপুর ছবি দেখে মনে হল আরো কিছু আপুর ছবি শেয়ার করি। ছবির সব আপু আমার সম্মানিত কাস্টমার।
যারা আমার থেকে শাড়ি নিয়ে আবার সুন্দর করে রিভিউ দিয়েছেন।