ঈর্ষা থেকে দূরে থাকুন

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

ঈর্ষা থেকে দূরে থাকুন

সুমাইয়া জান্নাত || চট্টগ্রাম, ১৮ নভেম্বর ২০২০ : ঈর্ষা থেকে দূরে থাকুন।

অন্যের সেলস আপডেট দেখে কষ্ট হচ্ছে?
অন্যকে লাখপতি হতে দেখে কষ্ট হচ্ছে?
অন্যদের পোস্ট রিচ এংমেজমেন্ট পাচ্ছে, আপনার টা হচ্ছেনা কেন!! এটা ভেবে অস্থির হচ্ছেন?
তাহলে বলবো আপনি ঈর্ষান্বিত।
আর ঈর্ষা এক প্রকার অসুখ।
বুঝলেন তো,অসুখ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়,প্রতিষেধক ঠিক সময়ে না দেওয়া হলে প্রতিষেধক কাজ করেনা।
তাই সময় থাকতে এই রোগটিকে আমাদের সারিয়ে নেওয়া উচিৎ।
অন্যের সাথে যত নিজেকে তুলনা করবো তত বেশি অসুখী হবো আমরা।
সবেচেয়ে বেশি এই মুহূর্তে অসুখী হওয়ার কথা আমার।
কারণ আমার এক্টিভিটির ১৩২দিন হয়ে যাওয়ার পরেও আমার কাজ আনিনি।
বিক্রীর চিন্তা ও মাথায় আসেনি।
আর আপনারা আসা মাত্রই বিক্রীর চিন্তা করেন,পোস্ট রিচ এংগেজমেন্টের চিন্তা করেন।
এত শর্টকাট হলে হবে!!!!

এ সংক্রান্ত আরও সংবাদ