সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
শেখ লিমা কবির || ঢাকা, ১৮ নভেম্বর ২০২০ : প্রিয় উইবাসী, আজ বিশেষ এই দিনে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত হয়ে সত্যিই অভিভূত। আপনাদের সকলের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা রইলো ❤️।
জীবনের চলার পথ কখনো মসৃণ নয়, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক বাধা অতিক্রম করে আসতে হবে। আপনার অমসৃণ পথ , শক্ত হয়ে প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্য আপনারই ঠিক করতে হবে এবং সে অনুযায়ী কাজ করে যেতে হবে। এই চলার পথে কেউ আপনার বন্ধু হয়ে সাহস দিবে আবার কেউ কেউ হয়তো ভয় দেখিয়ে আপনাকে পেছনে ঠেলে দিতে পারে। লক্ষ্যে অবিচল থাকার দায়িত্বটা আপনারই।
জীবনের ভালো-মন্দ পাশাপাশি চলে। নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, মন্দটাকে বর্জন করে , ভালটাকে আঁকড়ে ধরে নিজেকে খাঁটি ও সৎ পথে পরিচালনা করতে পারাটাই জীবনের সার্থকতা। অন্যর সুখের ব্যবস্থা না করতে পারলেও যেন অন্যের কষ্টের কারণ না হই।
নিজেকে কখনো একা ভাববেন না। উই এর সকলে আমরা আছি একে অপরের জন্য। আমাদের এই বিশাল পরিবারের বন্ধন যেন সবসময় অটুট থাকে।
মনে রাখবেন, আপনারা প্রত্যেকই গুরুত্বপূর্ণ এবং উইয়ের শক্তি।
ভালোবাসা অবিরাম, উই র জন্য।
শেখ লিমা
এক্সিকিউটিভ ডিরেক্টর, উই
বি দ্র: একটি জীবন পরিবর্তনকারী বই পড়ছি, “অ্যাটিটিউড ইজ এভরিথিং” লিখেছেন জেফ কেলার। আপনাদের সাথে শেয়ার করব শীঘ্রই।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D