সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ২১ নভেম্বর ২০২০ : করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা। এসএসসি, এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাতেও অটোপাস দেওয়া হচ্ছে। কিন্তু এই অবস্থায়ও শ্রীমঙ্গলের রামনগর ধর্মশালায় ও সিলেট নগরের বন্দরবাজারে রাজা জিসি হাইস্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতির আয়োজনে ২০ নভেম্বর ২০২০ শুক্রবার শ্রীমঙ্গলের রামনগর ধর্মশালায় ও সিলেটের রাজা জি সি উচ্চ বিদ্যালয়ে ‘প্রাইমারী ও জুনিয়র স্কলারশিপ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়। শুধু শ্রীমঙ্গলই নয়, সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ও মৌলভীবাজারে শ্রীমঙ্গল, কমলগঞ্জ কুলাউড়া ও জুড়ী উপজেলায় একসঙ্গে এই বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা আয়োজনের কথা জানায় বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতি। ২০০৫ সালের পর আর এই পরীক্ষা আর অনুষ্ঠিত না হলেও দীর্ঘ ১৫ বছর পর শুক্রবার করোনা মহামারীর মধ্যেই এই পরীক্ষা গ্রহণ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করেও আসন্ন শীত মওসুমে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশংকার কারণে শেষ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল বন্ধ রাখার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, ‘স্কুল খুলে দিয়ে এই মুহূর্তে বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’
করোনার ঝুঁকি থেকে বাচ্চাদের বাঁচাতে বিদ্যালয় বন্ধ রাখা হলেও বন্ধ বিদ্যালয়েই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তাও আবার প্রাথমিক ও জুনিয়র স্তরের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে।
বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতির অাহবায়ক নিঙোম্বর অজয় ও পরীক্ষার কেন্দ্র রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমিত বলেন, ‘বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি নামের একটি সংগঠন জেলা প্রশাসকের কাছ থেকে বৃত্তি পরীক্ষা আয়োজনের অনুমতি নিয়ে আসেন। অনুমতিপত্র দেখিয়ে আমার কাছে তারা কক্ষ বরাদ্দ চান। যেহেতু জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি আছে, তাই আমি কক্ষ বরাদ্দ দিয়েছি। আমি আর কোনো কিছু জানতে চাইনি।’
শ্রীমঙ্গলের রামনগর ধর্মশালায় সরকারি নির্দেশনা অমান্য করে বৃত্তি পরীক্ষা অায়োজনের বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, ‘বৃত্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ. ন. ম বদরুদ্দোজার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য অনুমতি চেয়ে একটি আবেদন জমা পড়েছিল। কিন্তু এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। অসুস্থতার কারণে গত সপ্তাহে আমি অফিসে যেতে পারিনি।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D