আমাদের বড় মেয়ে তাবিবা তাবাসসুম সামা চলে গেলো শ্বশুর বাড়ী

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

আমাদের বড় মেয়ে তাবিবা তাবাসসুম সামা চলে গেলো শ্বশুর বাড়ী

সাজ্জাদুর রহমান মাসুম || কুমিল্লা, ২৩ নভেম্বর ২০২০ : গেল শুক্রবার,২০ নভেম্বর, আমাদের বড় মেয়ে তাবিবা তাবাসসুম সামা চলে গেলো শ্বশুর বাড়ী। ছোট্টো একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে তুলে দিলাম তার স্বামীর হাতে।

সে যেদিন জন্মেছিল সেদিন ছিলো দূর্গা পুজা।হসপিটালের চারপাশে বাজছিল উচ্চস্বরে গান।তার মা আর আমার সেদিন ঘুম আসেনি। সে ঘুমচ্ছিল দিব্বি। দু’দিন পর থেকে আমার বুকের উপর ঘুমুত নিশ্চিন্তে।

এখন মেয়েটি বড় হয়েছে। বিয়ে হলো। চলেও গেলো শ্বশুর বাড়ি।

অপরূপ এ মহাবিশ্বের হে অদৃশ্য স্রষ্টা, তুমিই জানো আমার অনুভবে তুমি কতটা পোক্ত। তুমি মেয়েটাকে রেখো আগের মতো নিশ্চিত সুখে।

ছবিতে আমার মেয়ের শ্বশুর জনাব হুমায়ুন কবির, আমার মেয়ে সামা এবং তার স্বামী আবেশ আর আমি।
বন্ধুরা আপনারাও মেয়েটির জন্য তার স্বামীর জন্য তার শ্বশুর বাড়ীর সকলের জন্য এবং আমাদের জন্য আপনার শুভকামনা রাখবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ