অসম বণ্টনের দুনিয়া দেখতে দেখতে আপনমনে বেড়ে ওঠা শিশুর কথা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

অসম বণ্টনের দুনিয়া দেখতে দেখতে আপনমনে বেড়ে ওঠা শিশুর কথা

মুনমুন শারমিন শামস || ঢাকা, ২৭ নভেম্বর ২০২০ : ম্যারাডোনা আমার কাছে একটা যোদ্ধা। বাড়িতে এক ফোঁটা খাবার না থাকা একজন শিশুর অবাক হয়ে এই অসম বণ্টনের দুনিয়া দেখতে দেখতে আপনমনে বেড়ে ওঠা। পৃথিবীর কোটি কোটি ক্ষুধার্ত শিশুর একজন হয়ে একটা পুরোনো চামড়ার বল নিয়ে রাতভর অন্ধকারে সমস্ত বেদনা আর বিষাদকে ভুলে থাকা।

এরপর, সফলতা, খ্যাতি আর ক্ষমতা যখন পায়ের কাছে, তখন এই বিবেকহীন বিশ্বের দিকে হাহা অট্টহাসি ছুঁড়ে দিতে পারা একজন মানুষ এই ম্যারাডোনা।
বেড়ে ওঠার কালে যে দুনিয়া মানুষকে তিনবেলার পুষ্টিটার যোগান পর্যন্ত দেয় না, সেই দুনিয়াই সফলতা পাবার পর মানুষকে মাথায় তুইলা নাচে। সেই অসভ্য দুনিয়াদারির তাক করা ক্যামেরা বরাবর মধ্যমা তুলে ঠাস করে দেখাতে পারা লোকটাই ম্যারাডোনা।
তুমুল বেদনার ভেতর দিয়ে বেড়ে ওঠা কোটি কোটি প্রতিভাবানের বুকের ভেতরে ম্যারাডোনা থাকেন। যে দুনিয়া মানুষকে নানা শ্রেণিতে ভাগ করে রাখে, যে দুনিয়ায় টাকা না থাকলে মানুষের বেড়ে ওঠার সুযোগ ঘটে না, সেই পৃথিবীতে নিজের দক্ষতা আর অমানবিক পরিশ্রম দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো মানুষের একজন ম্যারাডোনা। এরপর সেই হিপোক্রেট, তেলবাজ, ক্ষমতাবাজ, নাচুনে বিশ্বকে দুই পয়সা পাত্তা না দেয়া মানুষটাই ম্যারাডোনা।

ভালো থাকুন ম্যারাডোনা।

এ সংক্রান্ত আরও সংবাদ