সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
কঙ্কণ ভট্টাচার্য || দার্জিলিং (শিলিগুড়ি), ২৭ নভেম্বর ২০২০ : নিবারণ পন্ডিত রচিত হাজং বিদ্রোহের গান “মোদের দুখের কথা কাহারে জানাই।”
বাংলাদেশের পূর্বতন ময়মনসিংহ জেলার নেত্রকোনা, কমলাকান্দা, দুর্গাপুর, শেরপুর নালিতাবাড়ী,ঝিনাইগাতী ও বিশেষত ময়মনসিংহের উত্তর অঞ্চলে ‘হাজং’ আদিবাসীদের বাস। এছাড়া উত্তর পূর্ব ভারতের কিছু পাহাড়ী এলাকায়ও এরা বাস করেন।
ময়মনসিংহের পাহাড়ী অঞ্চলে ব্রিটিশ শাসন ও জমিদার জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে ‘হাজং’ আদিবাসীদের বীরত্বপূর্ণ বিদ্রোহ ইতিহাসে স্থান পেয়েছে। এই বিদ্রোহ লোককবি নিবারণ পন্ডিত রচিত একাধিক গানে অমর হয়ে আছে। তিনি নিজেও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। ১৯৪৪-৪৫ সালে কমিউনিষ্ট নেতা মণি সিং-এর নেতৃত্বে জোতদারদের ধান চুরি করার পদ্ধতি টঙ্ক প্রথার বিরুদ্ধে হাজং’রা বিদ্রোহ ঘোষণা করেন। দ্রুত এই সংগ্রাম আশেপাশে ছড়িয়ে পড়ে।
জমিদার জোতদার পুলিশ গুন্ডার দল লেংগুড়া বাজারে লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায়। বহু মানুষ আহত হন। কিন্তু শেষপর্যন্ত মণি সিং-এর নেতৃত্বে ব্যাপক মানুষ তা প্রতিহত করেন। পুলিশ গুন্ডার দল মণি সিং-এর কাছে নিশর্ত ক্ষমা ভিক্ষা করে। এও এক ইতিহাস।
ময়মনসিংহের পুঁথিপড়া সুরে গাওয়া এই গানে সেই কাহিনী কালজয়ী হয়ে আছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D