সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
সৈয়দ অারমান জামী || শ্রীমঙ্গল, ০৬ ডিসেম্বর ২০২০ : শ্রীমঙ্গল মুক্ত দিবস অাজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, ৯ মাস ধরে যুদ্ধ চলাকালে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর কলেজ রোডের শেষপ্রান্তে ভাড়াউড়া চা বাগান, তৎকালীন বিডিআর ক্যাম্প সংলগ্ন সাধুবাবার বটগাছতলা, সিন্দুরখান, সবুজবাগ ও পূর্বাশাসহ কয়েকটি স্থানকে বধ্যভূমিতে পরিণত করে এসব জায়গায় শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছিল দেশীয় রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী।
এরমধ্যে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিলো ভাড়াউড়া চা-বাগানের হত্যাকান্ড। এখানে ৫৭ জন চা শ্রমিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর গুলিবর্ষণ করে নির্মমভাবে হত্যা করে পাক হানাদাররা।
এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর ভারতের সীমান্ত থেকে মুক্তিবাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাকহানাদার বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৬ ডিসেন্বর ভোরে তারা পালিয়ে মৌলভীবাজারে আশ্রয় নেয়।
উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। নয় মাসের যুদ্ধ শেষে চা জনপদ শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধারা উল্লাসে মেতে উঠেন। শ্রীমঙ্গল শত্রুমুক্ত হয়। শ্রীমঙ্গল মুক্তিবাহিনীর অধিকারে আসে। আজ শ্রীমঙ্গল মুক্তদিবস। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D