সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নাটোর, ১০ ডিসেম্বর ২০২০ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল দশটায় নাটোরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।
অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিআইবি প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে-যা সারা বিশ্বের অন্য কোন দেশে নেই। প্রধান অতিথির বক্তব্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাস সংক্রমণে সংকটে পড়লেও বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে অনুসন্ধানী রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় ছাড়াও প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে সেশন থাকছে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক ও নাটোরের প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র গবেষক মোহাম্মদ এনায়েত হোসেন ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।
পিআইবি একই সাথে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে নাটোরের উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D