শহীদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

শহীদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২০: শহীদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বিকেলে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই তাকে নির্মম ভাবে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।
প্রথিতযশা এই প্রগতিশীল চিকিৎসকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।

শহীদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ