বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস কাল

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস কাল

Manual3 Ad Code

সুপ্রিমকোর্ট ভবন || ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২০ : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস’ পালন করা হবে কাল।

Manual6 Ad Code

১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট ডে’ নামক ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান। তিনি জানান, দিবসটির আলোচনা সভা বেলা ৩ টায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি), বেসরকারি টিভি চ্যানেল ২৪।
সুপ্রিমকোর্ট দিবস উযযাপনে গঠিত জাজেস কমিটির এক সভায় গত ৯ ডিসেম্বর বিভিন্ন সিদ্ধান্ত হয়। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল অংশ গ্রহণ করেন।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। দিনটি সরকারি ছুটি থাকায় প্রথম কোর্ট বসে ১৮ ডিসেম্বর। ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবার করোনা মহামারি ও এর সংক্রমণ রোধে সীমিত পরিসরে দিবসটি পালিত হবে।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় সমতাভিত্তিক অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক অাধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ‘৭২-এর সংবিধানের আওতায় অাইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code