সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: বাদশা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: বাদশা

নিজস্ব প্রতিবেদক|| সাতক্ষীরা, ১৮ ডিসেম্বর ২০২০ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, দক্ষিণপন্থি সাম্প্রদায়িক শক্তি ভিন্ন রাজনৈতিক ব্যানারে উত্থান ঘটেছে। এই শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ভিন্ন কোন উপায়ে এদেরকে মোকাবিলা ফলপ্রসূ হবে না।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকাল তিনটায় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।

বাদশা বলেন, অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন থেকে পিছিয়ে এসেছে। পাঠ্যপুস্তক থেকে অনেক বিষয় বাদ দিয়েছে তাদেরকে খুশি করার জন্য, যার পরিণাম হয়েছে ভয়াবহ। তিনি আরও বলেন, বিজয়ের মাসে তারা ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্য দেখিয়েছে। সে কারণে সকল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা ছাড়া বিকল্প কোন পথ নেই।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আবেদুর রহমান, ময়নুল হাসান, স্বপন কুমার শীল, অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু।

সভায় অবিভক্ত ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মোজাফফর আহমেদ কাকাবাবুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড শফিউদ্দীন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড হায়দার আনোয়ার খান জুনো, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কমরেড আজিজুর রহমান, চুয়াডাঙা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সিরাজুল ইসলামসহ নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব, নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।