আগামী ৯ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

আগামী ৯ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

Manual8 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২১ ডিসেম্বর ২০২০ : আগামী ৯ জানুয়ারী ২০২১ সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা সংরক্ষণের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

আজ ২১ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজ রোডস্থ ক্লাবের কনফারেন্স হলরুমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মো: সুয়েব হোসেন চৌধুরী। গতকাল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম মহোদয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে এ উদ্যোগ গ্রহণ করলেন তিনি।
নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মো: সুয়েব হোসেন চৌধুরী এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদ, দপ্তর সহসম্পাদক এম এ রকিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সহসম্পাদক মো: মামুন অাহমদ, কার্যকরী সদস্য যথাক্রমে মো: কাওছার ইকবাল, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন ও সনেট দেব চৌধুরী, সদস্য মুসলিম চৌধুরী ও অাব্দুর রব।
সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অারপি নিউজের সম্পাদক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; দেশবাংলা নিউজের সম্পাদক অাবুজার বাবলা, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল অাহমদ, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি অামজাদ হোসেন বাচ্চু, দৈনিক নূর মোহাম্মদ সাগর, দৈনিক অামাদের নতুন সময় প্রতিনিধি সুমন মিয়া, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি রূপক দত্ত, দৈনিক প্রভাকর প্রতিনিধি ঝলক দত্ত, দৈনিক অালোকিত সময় প্রতিনিধি সুভাষ চন্দ্র দাশ ও মোহাম্মদ সাকির সহ অন্যান্যরা।
স্বাগত বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। বরাবরই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code