সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২০ : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপচার্যের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ওয়েব সাইট ব্রাউজিং করে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
এ সময় উপাচার্য বলেন, ‘নতুন আঙ্গিকে সাজানো বাউয়েট ওয়েব সাইট (www.bauet.ac.bd) এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ ১৫টি লিঙ্কের মাধ্যমে শিক্ষার বিভিন্ন উপকরণ ও তথ্য সহজ করে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে আরো ফিচারযুক্ত করা হবে যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাস নোটিশ, টেস্ট, কুইজ, এসাইনমেন্ট, পারফরমেন্স রিপোর্ট, পরীক্ষার ফলাফল, পেমেন্টসহ প্রয়োজনীয় তথ্য ব্রাউজ করে সহজে জানতে পারবে।’
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং সফটওয়ার প্রস্ততকারী প্রতিষ্ঠান পিপিলিকা সফট ডটকম এর কর্মকর্তারা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D