শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অাযম খসরু শ্রীমঙ্গলে এসেছেন

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অাযম খসরু শ্রীমঙ্গলে এসেছেন

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৭ ডিসেম্বর ২০২০ : চা শিল্পে নিয়োজিত কর্মচারীদের জাতীয় ভিত্তিক ট্রেড ইউনিয়ন সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের (বাংলাদেশ চা বাগান কর্মচারী ইউনিয়ন) ৫৬তম বার্ষিক সাধারণসভায় প্রধান বক্তা হিসেবে অংশ নিতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম অাযম খসরু শ্রীমঙ্গলে এসেছেন।

অদ্য ২৭ ডিসেম্বর ২০২০ রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: অাব্দুস শহীদ এমপি।

প্রধান বক্তা জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম অাযম খসরু।

উদ্বোধন করবেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

বিশেষ বক্তা জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল অালম রোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এএসপি অাশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম পাটওয়ারী, শ্রম অধিদপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি।

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা।

সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ