সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক || সিলেট, ২৮ ডিসেম্বর ২০২০ : “কমরেড আবুল হোসেন অাজীবন বিপ্লবী ও ত্যাগী নেতা ছিলেন। তিনি পার্টির তৃণমৃল থেকে কাজ করে কেন্দ্রীয় সদস্যও হয়েছেন। তিনি পার্টি ও জনস্বার্থের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি পার্টির দুর্দিনের কান্ডারী ছিলেন। সিলেটে পার্টির প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত একজন প্রাগ্রসর ও সক্রিয় কর্মী ছিলেন। দেশে যখন জামাত-শিবিরের উগ্রতার বিরুদ্ধে পরিবর্তনের সংগ্রামে সিলেটের প্রগতিশীল বাম রাজনীতিতে গুরুত্ব ভূমিকা পালন করেছেন।” বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আবুল হোসেন স্মরণে অায়োজিত শোকসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
মেনন আরো বলেন, বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই, তার মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে গেছে। এ কথা আমি জাতীয় সংসদে বার বার বলেছি। রাষ্ট্রের ক্ষমতা আজ সেইসব লোকেদের কাছ থেকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশে বর্তমানে যে কুচক্রি মহলের রাজনীতি চলছে এতে করে স্পষ্ট বুঝা যায় রাষ্ট্র পতনের দিকে ধাবিত হচ্ছে। একদিকে ধর্ষণ, খুন, দূর্নীতি দুর্বৃত্তায়ন করে ক্ষমতার অপব্যবহার চলছে। অন্যদিকে উগ্রমৌলবাদের আস্ফালনে এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা হুমকিতে দিয়ে জনগণের রাজনৈতিক ও সাংস্কৃতিক মান বিনষ্টের জন্য ভাস্কর্যের কথা বলে এই ইস্যুকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। দেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংসের অপতৎপরতা এদেশের সূচনালগ্ন থেকেই চলে আসছে। ভাস্কর্য নিয়ে যে আন্দোলন চলছে তা সম্পূর্ন রাজনীতির ইস্যু, ধর্মীয় নয়।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা কমিটির সভাপতি সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় বক্তব্য দেন গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, আওয়ামীলীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ধীরেণ সিংহ, সিলেট জেলা ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজ আলী, বাসদ মাক্সবাদী সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবুজাফর, গণফোরাম সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খাঁন, জালালাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আরমান আহমেদ শিপলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেটের হিমাংশু মিত্র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা, উদীচী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ যুবমৈত্রী সিলেট জেলার যুগ্ম আহবায়ক আব্দুলাহ খোকন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলার সভাপতি মাসুদ রানা চৌধুরী ও সাংবাদপত্র এজেন্ট হাফিজুল্লাহ প্রমুখ।
অাজীবন বিপ্লবী ও ত্যাগী নেতা কমরেড আবুল হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D