বাচ্চাদের কাতান শাড়ি: এত রেসপন্স পাবো ভাবিনি

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

বাচ্চাদের কাতান শাড়ি: এত রেসপন্স পাবো ভাবিনি

কামরুন শান্তা || ৩১ ডিসেম্বর ২০২০ : আসসালামু আলাইকুম। বাচ্চাদের কাতান শাড়ি পোস্ট করার পর এত রেসপন্স পাবো ভাবিনি।

এখন পর্যন্ত WE থেকে আমার 70টা বেবি কাতান শাড়ি সেল হয়েছে। WE এ কাতান শাড়ির পোস্টটি আমার প্রথম পোস্ট ছিল। যেখান থেকে থেকে আমি মাত্র 20 দিনে 50 হাজার টাকা সেল করেছি। আমি অনেক বেশি আবেগ আপ্লুত।

এবার সাহস করে আরও 70টি বাচ্চাদের কাতান শাড়ি নিয়ে এসেছি।

তবে এবার আরও চমক থাকছে। অনেক আপুদের অনুরোধ ছিল মা-মেয়ের সেম কাতানের।
তাদের ইচ্ছা পূরণ করতে এবার বেবি কাতানে থাকছে নতুন ডিজাইন।

থাকছে ম্যাচিং ব্লাউজ পেটিকোট। আরও থাকছে বাচ্চাদের কাতান রেডি শাড়িও ।

WE থেকে অনুপ্রেরণা পাওয়ার পর আজ বাচ্চাদের কাতান এর সাথে আরো অনেক কিছু এড করার সাহস করেছি ।
আশা করছি এবারও আপুদের থেকে অনেক অনেক অনুপ্রেরণা আর সাহস পাব।