সিলেট ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ০৩ জানুয়ারি ২০২০ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমেদের ছোট ভাই সেলিম আহমেদের অকালমৃত্যুতে প্রেসক্লাবের গৃহীত অনুষ্ঠানমালা বাতিল করে শুধুমাত্র প্রেসক্লাব কমপ্লেক্স উদ্বোধন কর্মসূচী বহাল থাকবে।
আগামী ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কমপ্লেক্স শুভ উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, এএসপি অাশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ হরিপদ রায়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উক্ত অনুষ্ঠানমালা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ কাওছার ইকবাল সংশ্লিষ্ট সকলের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D