শ্রীমঙ্গলে মডেল ফার্মেসি অাহমদিয়া ও কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

শ্রীমঙ্গলে মডেল ফার্মেসি অাহমদিয়া ও কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ০৪ জানুয়ারি ২০২১ : শ্রীমঙ্গলে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বেসরকারি ক্লিনিক ‘কেয়ার মেডিকেল সার্ভিসেস’কে ৬ হাজার টাকা অার দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হকের মালিকানাধীন মডেল ফার্মেসি ‘অাহমদিয়া ফার্মেসি’কে ২ হাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ অাদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় সোমবার (০৪ জানুয়ারি) শহরের কলেজ রোড, চৌমুহনা, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকান ও বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়।

উক্ত তদারকি অভিযানে কলেজ রোডে অবস্থিত কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা ও চৌমুহনা পয়েন্টে অবস্থিত ঔষধ অধিদপ্তর কর্তৃক ঘোষিত মডেল ফার্মেসি ‘আহমদিয়া ফার্মেসী’কে ২ হাজার টাকাসহ ২টি সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ