আমার ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ড

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

আমার ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ড

|| কামরুন শান্তা || ময়মনসিংহ, ০৭ জানুয়ারি ২০২০ : কৃতজ্ঞতা সবার প্রতি। পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত আর প্রথমবারের মতো আমার ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ড শপিং ওয়ার্ল্ড এর বেবি কাতান এর সাথে বড় কাতান এর মডেল হয়েছে আমার পরিবারের সদস্যরা।

দিনটা খুবই ভালো ছিল যদিও সময়টা খুবই অল্প ছিলাম। আরো একজন আমাদের ছবির ফ্রেম থেকে বাদ পড়েছে যে ইচ্ছে পূরণ শপিং ওয়ার্ল্ডের বড় একটি অংশ জুড়ে অংশজুড়ে রয়েছে ।তাকে ধন্যবাদটা আমি এখন আর নাই দেই। তাকে আমি পিসিতেই মেনশন করবো।এছাড়া ও ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ড এর পাশে কাজ করে যাচ্ছে এক ঝাঁক মেধাবী ইঞ্জিনিয়ার।

6 ডিসেম্বর 2020 আমাদের ফাস্ট কাজ শুরু হয়েছিল আর আজকে 6 জানুয়ারি 2021 গত এক মাসে আমাদের আমাদের ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ড সেল করেছে টোটাল এক লাখ টাকা।
অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই সত্যি শুধুমাত্র বেবি কাতান সেল হয়েছে 1 লাখ টাকা।
Jannatul Nur Shanti আপু আমাকে দেশের বাইরে থেকেও শাড়ি অর্ডার করেছিলেন আরো অনেক আপু আমাকে দেশের বাইরে থেকে শাড়ি অর্ডার করেছিলেন ।
Shamima Runy আপুর সাথে সম্পর্ক টা এতটাই ভাল হয়েছে যে বারবার আমাকে তার বাসায় দাওয়াত দিয়েই যাচ্ছে।

অরনেসা চৌধুরী শারমিন আপুর অর্ডারের মাধ্যমে আমার আজকে এক লাখ টাকার বেবি কাতান কনফার্ম হলো।
ইতিমধ্যে দারাজ আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আরো অনেক আপুদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে সবার নাম হয়তো আমি মেনশন করতে পারছিনা তবে সবাই ইচ্ছে পূরণ শপিং ওয়ার্ল্ডের পাশে থাকবেন সব সময়। যদি আমি ক্রেডিট দিতে চাই তাহলে তার অনেকটা ক্রেডিট চলে যাবে WE এর প্রতি।

দেশ এবং বাইরে থেকে যারা আমাদেরকে সাপোর্ট করে চলেছে তাদের সবার প্রতি ইচ্ছেপূরণ শপিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ।

এ সংক্রান্ত আরও সংবাদ